🎯 ভর্তি প্রক্রিয়া
নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া একেবারে সহজ:
1. ফর্ম সংগ্রহ ও জমা: অনলাইনে ভর্তি ফর্ম ডাউনলোড করুন অথবা স্কুল অফিস থেকে সংগ্রহ করে জমা দিন।
2. ডকুমেন্ট জমা: জন্মসনদ, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং অভিভাবকের বৈধ পরিচয়পত্র জমা দিতে হবে।
3. অভিভাবক সাক্ষাৎকার (প্রয়োজনে): শিশুর প্রয়োজন ও আগ্রহ বোঝার জন্য একটি সংক্ষিপ্ত আলাপ।
4. ভর্তি নিশ্চিতকরণ: নির্ধারিত ফি জমা দেওয়ার পর ভর্তি চূড়ান্ত হবে।


🎓
বৃত্তি ও বিশেষ সুবিধা
প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই—
মেধাবী ও অনাথ শিক্ষার্থীদের জন্য পূর্ণ বা আংশিক বৃত্তি।
আর্থিকভাবে অসচ্ছল পরিবারের জন্য বিশেষ ছাড় ও সহায়তা।
নোট: বৃত্তির জন্য প্রমাণপত্রসহ আবেদন করতে হবে।
ভর্তি ফি ও টিউশন ফি
ভর্তি ফি: ₹৫০০
(প্রথম বছর সকলের জন্য বিশেষ ছাড়)
মাসিক টিউশন ফি:
₹২০০ (নার্সারি, KG-1 ও KG-2)
₹২৫০ (ক্লাস-I, II, III ও IV)
₹৩০০ (ক্লাস-V)
(স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে বার্ষিক ফি সমন্বয় করতে পারে)
