📚 পাঠ্যক্রম

শিশু বিকাশ মডেল একাডেমিতে প্রি-প্রাইমারি (নার্সারি) থেকে ক্লাস V পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম অনুসারে পাঠদান করা হবে।

বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই সমান গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি গণিত, বিজ্ঞান, বিজ্ঞান, আর্ট এবং লাইফ-স্কিল বিষয়গুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

red blue and black abstract painting

পাঠদানের পদ্ধতি

  • খেলা-গল্প-প্রকল্পভিত্তিক শেখা: যাতে শিশুরা আনন্দের সঙ্গে শিখতে পারে।

  • ইন্টার‍্যাকটিভ ক্লাসরুম: অডিও-ভিজুয়াল টুলস, গ্রুপ ওয়ার্ক ও হাতে-কলমে শেখানোর সুযোগ।

  • শিক্ষক-ছাত্র অনুপাত: গড়ে ১:২০, ফলে প্রতিটি শিশুর প্রতি ব্যক্তিগত যত্ন নেওয়া সম্ভব।

সহপাঠ্য কার্যক্রম

খেলা ও স্পোর্টস: আউটডোর ও ইনডোর গেমস, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।

আর্ট ও ক্রাফট: আঁকাআঁকি, হাতের কাজ, মৃৎশিল্প।

সায়েন্স ও নেচার ক্লাব: বিজ্ঞান প্রকল্প ও পরিবেশ সচেতনতা অভিযান।

সাংস্কৃতিক অনুষ্ঠান: উৎসব, নাটক, কবিতা আবৃত্তি ও বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা।